বিপাশা বসুকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হওয়ার পর এবার আনুশকা শর্মাকেও নিশানা করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর—এমনটাই মনে করছেন নেটিজেনরা। তাঁর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে ফের বিতর্কে জড়ালেন এই ‘সীতা রামাম’-খ্যাত নায়িকা।
প্রথমে সালমান খানের বিপরীতে সুলতান সিনেমায় অভিনয়ের কথা ছিল ম্রুণালের। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাদ পড়েন এবং সেই চরিত্রে সুযোগ পান আনুশকা শর্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা থেকে বাদ পড়া কিংবা নিজে কাজ না করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ম্রুণাল বলেন, “অনেক ছবিতেই এমন হয়েছে। কখনও আমাকে বাদ দেওয়া হয়েছে, আবার কখনও নিজেই কাজ করিনি। নাম বললে বিতর্ক তৈরি হবে।”
তিনি আরও জানান, “একটি ছবির নায়িকা ওই কাজের মাধ্যমে অনেক এগিয়েছিলেন। কিন্তু আমি ভেবেছিলাম, সেই ছবিতে কাজ করলে হয়তো আমি হারিয়ে যেতাম। ওই নায়িকা তখন খ্যাতি পেলেও এখন কাজ করছেন না। আমি কিন্তু নিয়মিত কাজ করছি। হঠাৎ আসা খ্যাতি স্থায়ী হয় না।”
এই বক্তব্য শুনে নেটিজেনরা ধারণা করছেন, মন্তব্যটি আনুশকা শর্মাকে নিয়েই। কারণ সুলতান সিনেমার পর আনুশকা দীর্ঘ বিরতিতে গিয়েছিলেন।
তবে ম্রুণালের কথায় ক্ষুব্ধ হয়ে অনেকে লিখেছেন, “অন্য মহিলাকে হেয় না করলে ওর শান্তি নেই।” আরেকজন মন্তব্য করেছেন, “আনুশকা নিজের ইচ্ছেতেই কাজ থেকে বিরতি নিয়েছেন। ম্রুণালের এ মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক।”