Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবিপুল ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষকদল নেতাসহ ৩ গ্রেপ্তার

বিপুল ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষকদল নেতাসহ ৩ গ্রেপ্তার

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল এবং যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।

পুলিশ ও র‍্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা-নেয়া করত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিব নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, “যদি সংগঠনের কেউ দেশবিরোধী বা দলবিরোধী কার্যক্রমে জড়িত থাকে, তাহলে সংগঠন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়।”
পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, “আমরা ফেসবুকের মাধ্যমে খবরটি জানতে পেরেছি। এখন মিটিং করে সত্যতা যাচাই করব। তথ্য সঠিক হলে তাকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে কোনো সমঝোতা হবে না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments