আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগ দিয়েছে। দেশি আম্পায়ারদের দক্ষতা উন্নয়নের জন্য অস্ট্রেলিয়ার এই প্রথিতযশা আম্পায়ার দেশে কাজ করবেন।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তিনি তিন বছরের চুক্তিতে থাকবেন। তবে সোমবার বিসিবির বোর্ড সভায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী দুই বছরে দেশের আম্পায়ার ও অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে কাজ করবেন টোফেল। টোফেল পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন।
বিসিবিতে টোফেলকে যুক্ত করার বিষয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন দেশের আম্পায়ারদের দক্ষতা উন্নয়নে কাজ করেন এবং আইসিসির সঙ্গেও যুক্ত। চার-পাঁচ মাস ধরে আমরা তার সঙ্গে আলোচনা করছিলাম, যা এখন বোর্ডে অনুমোদিত হয়েছে।”
সাইমন টোফেল ১৯৯৯ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং শুরু করেন এবং ২০০০ সালে প্রথম টেস্টে আম্পায়ারিং করেন। ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন এবং ২০১২ পর্যন্ত সেখানে থাকেন। ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ২০০৪–২০০৮ পর্যন্ত তিনি আইসিসির বর্ষসেরা আম্পায়ারের খেতাব পাঁচবার জিতেছেন।