সিরিজের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে বড় জয় পায় বাংলাদেশ। আজও জিতলে লিটন দাসের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। অন্যদিকে সিরিজে টিকে থাকার জন্য নেদারল্যান্ডসের কাছে আজ জিতার বিকল্প নেই। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিতে যায় বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতোই আজও বাংলাদেশের বোলিং শুরু দারুণভাবে। ইনিংসের প্রথম ওভারে বোলিং করেন শেখ মেহেদি। অন্যদিকে পেস আক্রমণে নিয়োজিত থাকেন তাসকিন আহমেদ, যিনি নিজের প্রথম ওভারে মাত্র ৭ রান দেন।
তৃতীয় ওভারেই অধিনায়ক লিটন দাস বোলিং পরিবর্তন করেন। মেহেদির বদলে নাসুমকে বল তুলে দেন। আক্রমণে নামার সঙ্গে সঙ্গে সফল নাসুম, ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলেই তিনি টানা দুই উইকেট নেন।
পাওয়ার প্লের শেষ ওভারে আবারও উইকেট নেন তাসকিন। ডানহাতি ব্যাটসম্যান খাটো লেংথের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের মাথার উপর দিয়ে খেলতে চাইলে বল ধরে তানজিম সাকিবের হাতে চলে যান।
৬ ওভারের খেলা শেষে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ৪০ রান হারিয়ে ৩ উইকেট।