Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeজাতীয়রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রীতি অনুযায়ী, সেনাপ্রধান বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতিকে (সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে) সেই সফর সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।

সেনাপ্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীন যান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া গত রোববার তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে আইনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments