বলিউডের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। নিজের গাড়িতে করে যাত্রার সময় হঠাৎ একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ধরে আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার বিস্তারিত তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেন এবং নিজের উদ্বেগ প্রকাশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সুমনা ইনস্টাগ্রামে লেখেন— “আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম। হঠাৎ জ্যামে আটকে গেলে মাঝপথে আমার গাড়ি থামানো হয়। কয়েকজন লোক গাড়ির ওপর উঠে জোরে শব্দ করতে থাকে এবং হাসাহাসি করে। একইসঙ্গে অন্যরা জানালার কাছে এসে আমাকে দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দেয়। পাঁচ মিনিটের মধ্যে এমন ঘটনা দু’বার ঘটেছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, “আমরা দিবালোকে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। রাস্তা দখল করে লোকেরা বসে থাকছিল, খাচ্ছিল, এমনকি স্নানও করছিল। পুরো এলাকা জুড়ে ময়লা ছড়িয়ে ছিল। সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব। কিন্তু এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়বে।”
সুমনার পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছেন দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করার জন্য।