Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিহাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে

হাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মূল অ্যাকাউন্টটি ব্লক করেছে দুষ্কৃতিকারীরা। তবে এই ভুয়া অ্যাকাউন্ট কে বা কারা চালাচ্ছে, তা এখনও জানা যায়নি।

ভুয়া আইডি থেকে বিভিন্ন স্ট্যাটাস প্রকাশ করা হচ্ছে এবং অ্যাকাউন্টটিতে ভেরিফিকেশন ব্লু ব্যাজও দেওয়া হয়েছে। সোমবার সকালে ‘আমার দেশ’কে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ জানান, “আমার ছবি ব্যবহার করে খোলা, আমার নামে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া এবং ব্লু ব্যাজসহ ভেরিফায়েড করা এই অ্যাকাউন্ট আমার নয়। এটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আমাকে ব্লক করেছে দুষ্কৃতিকারীরা।”

হাসনাত আরও বলেন, “লাল প্রোফাইল ছবি ও কালো ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ লেখা কভারসহ অ্যাকাউন্টটি আমার একমাত্র অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। বায়োতে লেখা রয়েছে—‘তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়…’। অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই।”

আইনি পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, “থানায় লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানাব। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষ যেন ভুয়া আইডির তথ্য নিয়ে বিভ্রান্ত না হন।”

হাসনাতের একমাত্র ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে ২.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এতে সর্বশেষ পোস্ট গত রোববার দেওয়া হয়েছে এবং প্রোফাইল ও কভার যথারীতি লাল ও কালো ব্যাকগ্রাউন্ডে রয়েছে।

অন্যদিকে, ভুয়া অ্যাকাউন্টটিতে বর্তমানে ২৮ হাজার ফলোয়ার রয়েছে এবং এতে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত, নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পোস্ট প্রকাশ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments