Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষ২৫০ মিটার কাঁচা রাস্তায় দুর্ভোগ, ৭ কিলোমিটার ঘুরে যাতায়াতে বাধ্য এলাকাবাসী

২৫০ মিটার কাঁচা রাস্তায় দুর্ভোগ, ৭ কিলোমিটার ঘুরে যাতায়াতে বাধ্য এলাকাবাসী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর–তাউসারা সড়কের মাত্র ২৫০ মিটার কাঁচা রাস্তা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কের প্রায় সব অংশ পাকা হলেও মাঝের এই ছোট্ট কাঁচা অংশটি বর্ষায় কর্দমাক্ত হয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়ে। ফলে এলাকাবাসীকে প্রায় ৭ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কালাই ও ক্ষেতলাল উপজেলা শহর ছাড়াও জয়পুরহাট জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। অন্তত ১০টি গ্রামের মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করে থাকেন। স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী এই সড়কে যাতায়াত করে। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি জরুরি রোগী পরিবহনেও বিপাকে পড়তে হয়।

রোয়াইর গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছেন। চেয়ারম্যান জানিয়েছেন, রাস্তাটির টেন্ডার হয়ে গেছে, কার্যাদেশ পেলেই কাজ শুরু হবে।

বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাস্তাটির আইডি নিয়ে কিছু জটিলতা ছিল। এখন তা সমাধান হয়েছে। টেন্ডার সম্পন্ন হওয়ায় দ্রুত কাজ শুরু হবে।

ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী মো. আব্দুল লতিফ জানান, টেন্ডার ও অনুমোদন শেষ হয়েছে। তবে বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব নয়। আবহাওয়া অনুকূলে আসলেই কাজ শুরু করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments