Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাভারতের বাইরে নতুন লিগে খেলতে প্রস্তুতি নিচ্ছেন অশ্বিন

ভারতের বাইরে নতুন লিগে খেলতে প্রস্তুতি নিচ্ছেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পরও খেলা চালিয়ে যেতে চান রবিচন্দ্রন অশ্বিন। তবে ভারতের হয়ে নয়, এবার বিদেশের লিগে মাঠে নামতে যাচ্ছেন এই অফস্পিনার। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের আয়োজকদের সঙ্গে তার আলোচনা চলছে।

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, অশ্বিন ও আয়োজকদের কথাবার্তা ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে। সব কিছু পরিকল্পনা মতো হলে আগামী মৌসুমের আগে নিলামে অংশ নেবেন তিনি। ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই নিলাম, আর টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। জনপ্রিয়তা বাড়তে থাকা এই লিগ এবার প্রথমবারের মতো আইপিএলের ধাঁচে নিলামের মাধ্যমে দল গঠন করবে।

অশ্বিন এ প্রসঙ্গে ক্রিকবাজকে জানান, ‘হ্যাঁ, আমি আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নিলামে কোনো দল আমাকে দলে নেবে।’

ইতিপূর্বে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানও এই টুর্নামেন্টে দল পেলেও মাঠে নামেননি। কেবলমাত্র আম্বাতি রাইডু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন। যদি অশ্বিন দল পান, তবে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি বিদেশি এই লিগে খেলবেন।

এর আগে খবর এসেছিল, অশ্বিনকে আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে ক্রিকেটারের পাশাপাশি কোচ হিসেবেও তার অভিষেক ঘটতে পারে। এবার আরও একটি নতুন দেশে খেলার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments