বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেয়েই সিরিজে এগিয়ে গেছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
এই ম্যাচে জয় পেলে লিটন দাসের নেতৃত্বাধীন দল নিশ্চিত করবে সিরিজ জয়। তাই টাইগারদের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নেদারল্যান্ডসের সামনে টিকে থাকার লড়াই। রায়ান কুকের দল জানে, সিরিজে ফেরার একমাত্র উপায় এই ম্যাচ জেতা।
নেদারল্যান্ডসের ক্রিকেটার নোয়া ক্রোস সংবাদ সম্মেলনে বলেন,
‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা আত্মবিশ্বাসী যে বাকি দুই ম্যাচে ভালো করে সিরিজ নিজেদের করে নিতে পারব।’
বাংলাদেশি বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা নিঃসন্দেহে দারুণ মানের পেসার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা তাদেরকে আরও শক্তিশালী করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘২০২২ ও ২০২৩ বিশ্বকাপে আমরা বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম ভিন্ন কন্ডিশনে। এখানে খেলা আমাদের জন্য সম্পূর্ণ নতুন। এটা যেমন চ্যালেঞ্জ তেমনি দারুণ এক সুযোগও। বিশ্বকাপের আগে এমন অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান হবে।’
বাংলাদেশ দলে এখন একাদশ নিয়ে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে বলে জানিয়েছেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন,
‘আগে হয়তো কেউ টিকে থাকার জন্য খেলত, এখন সবাই পারফর্ম করার জন্য খেলছে। এটা দলের পরিবেশকে আরও ইতিবাচক করছে। যারা ভালো করবে তারাই জায়গা ধরে রাখবে।’
শামীম পাটোয়ারী অসুস্থ থাকায় সাইফ আহমেদ সুযোগ পেয়েছেন। আবার লম্বা সময় পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। তবে দ্বিতীয় ম্যাচের একাদশে তিনি থাকবেন কি না তা খোলাসা করেননি কোচ।
প্রথম ম্যাচে আগে বোলিং করে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার কি আগে ব্যাট করে পরীক্ষা দেবে টাইগাররা? কোচের উত্তর,
‘এটা পরীক্ষার জায়গা নয়। আমরা সবসময় ম্যাচ জেতার জন্য যেটা সঠিক মনে হবে সেই সিদ্ধান্তই নেব।’
এখন প্রশ্ন হলো—বাংলাদেশ কি আজই সিরিজ জয়ের মুকুট পরবে, নাকি লড়াইয়ে ফিরবে নেদারল্যান্ডস?