রাজধানীর কুড়িলে বেতন ও ভাতা প্রদানের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে দুই লেনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক এ অবরোধে অংশ নেন।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এ সময় জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ঘটনাস্থলে থানা পুলিশের অফিসার ও ফোর্স নিয়োজিত রয়েছে।
ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, বিকল্প রুটগুলো হলো—
১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরা থেকে কুড়িলগামী যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরার দিকে যেতে পারবে।
৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর রামপুরামুখী যাত্রীরা বিপরীত রুট ধরে কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।