দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও দর্শকদের জন্য নিয়ে আসছেন একসঙ্গে দুটি সিনেমা। এর মধ্যে একটি আসছে প্রেক্ষাগৃহে, অন্যটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
বাংলাদেশ–ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই বড় পর্দায় ছবিটি দেখা যেতে পারে। গত সোমবার লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে জানিয়েছে— খুব শিগগির আসছে ফেরেশতে। অন্যদিকে, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও বলছে, মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় রয়েছে তারা।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ‘ফেরেশতে’ সিনেমায় সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজকও জয়া নিজেই। ২০২২ সালে নির্মিত এ সিনেমা ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং একাধিক পুরস্কার জিতেছে। এছাড়া গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ছিল এটি।
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসছে জয়া অভিনীত আরেকটি ছবি— ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি প্রথমে গত ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার দর্শকরা ঘরে বসেই দেখতে পারবেন চরকিতে। করোনাকালীন সময়কে কেন্দ্র করে দুই নারীর সম্পর্ক, তাদের বন্ধুত্ব, আনন্দ-বেদনার গল্প নিয়েই এগিয়েছে এই ছবির কাহিনি। এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। এ ছবিটির সহপ্রযোজকও জয়া। চরকি ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
জয়ার জন্য সময়টা বেশ ব্যস্ত ও সফল বলা যায়। কলকাতার কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। বছরের শুরুতে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’, এরপর দুই বাংলায় আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাঁকে। সর্বশেষ ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।
অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বহুমাত্রিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জয়া আহসান। তাই প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক মানের ছবি ফেরেশতে আর ওটিটিতে নতুন গল্পের জয়া আর শারমিন—দুটো মিলেই তাঁর ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় চমক হয়ে আসছে।