জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলার অভিযোগে মিরপুর–চন্দ্রা রুটে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস শিক্ষার্থীদের হাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা বাস আটকা শুরু করেন এবং বুধবার বেলা ১০টা পর্যন্ত ২৮টি বাস আটক রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্রী।
জানা যায়, বিকাল ৫টা ৪০ মিনিটে সাভারের পাকিজা এলাকায় চলন্ত বাস থেকে হালিমাকে ফেলে দেয় হেলপার। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান এবং পা মচকে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হালিমা খাতুন মুঠোফোনে বলেন, “টিউশন শেষে আমি পাকিজা থেকে বাসে উঠতে গেলে হেলপার জানতে চায় কোথায় যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনে আমাকে বাসে উঠতে অস্বীকৃতি জানানো হয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি।”
জাবির প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলম বলেন, “আজকের ঘটনা অত্যন্ত অমানবিক। ইতোমধ্যে বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। দুপুর ১২টায় মালিকদের সঙ্গে মিটিং হবে এবং আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”