Wednesday, September 3, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষদৌলতদিয়ায় ধরা পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৬ হাজার টাকায়

দৌলতদিয়ায় ধরা পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৬ হাজার টাকায়


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়েছে দুটি বিশাল আকৃতির ইলিশ। মাছ দুটির মোট ওজন ছিল ২ কেজি ৯০০ গ্রাম।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে নিরব হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতিকেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় সেগুলো কিনে নেন।

পরে তিনি মাছ দুটি অনলাইনের মাধ্যমে খুলনায় অবস্থানরত এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে প্রতিকেজি ৫ হাজার ৫০০ টাকা হারে বিক্রি করেন। এতে মাছ দুটির দাম দাঁড়ায় মোট ১৫ হাজার ৯৫০ টাকা। প্রবাসীর অনুরোধে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের মতে, দৌলতদিয়ার পদ্মার তাজা ইলিশ দেশের পাশাপাশি বিদেশেও সমানভাবে জনপ্রিয়। বিশেষ করে বড় সাইজের ইলিশের প্রতি প্রবাসীদের আগ্রহ সবসময়ই বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments