রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তারা পল্টন মোড় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
বিক্ষোভকারীরা নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবিসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে নানা স্লোগান দেন।
একই দিন দুপুরে রাজধানীর কুড়িলেও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে ওই সড়ক অবরোধ করেন। প্রায় ৪ ঘণ্টা চলা অবরোধ কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছেড়ে দেন।