বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সাময়িক স্থগিত করা হয়েছে। যদিও একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি, ক্যাম্পাস ও হল খোলার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার পর আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সাড়ে চার ঘণ্টার দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনা করেছি। তাদের প্রধান দাবি ছিল হল বন্ধের আদেশ প্রত্যাহার এবং আন্দোলনে অংশগ্রহণের কারণে কোন শিক্ষার্থী যেন হয়রানির সম্মুখীন না হয়। আমরা এই দুই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছি। আগামীকাল (৩ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর বিষয়েও শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে তিনটি ডিগ্রির প্রস্তাবনার বিষয়েও শিক্ষার্থীদের সাথে স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে।”
আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, “সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত আসার পর আমরা আগামীকাল আমাদের আন্দোলনের কোনো কর্মসূচি রাখছি না। তবে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে চূড়ান্ত ফলাফল না এলে আমরা আবার আন্দোলনে ফিরব।”
আরেক শিক্ষার্থী মো. শিবলী সাদী জানান, “একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসন আশ্বস্ত করেছে যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানির মুখোমুখি হবেন না। আমরা এ বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়েছি এবং আগামীকাল এটি আমাদের জানানো হবে।”
বাকৃবি শিক্ষার্থীরা প্রশাসনের এই আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখছেন।