জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের অবকাঠামো ও সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইসলামিক ফাউন্ডেশন একটি বড় উন্নয়ন প্রকল্প প্রণয়ন করেছে। সরকার এই প্রকল্পের জন্য ১৯৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পরিকল্পনা কমিশনের অনুমোদন ও বিস্তারিত নকশা প্রণয়নের পর আগামী নভেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় মসজিদের পূর্ব ও উত্তর দিকে ৪৮ ফুট ও ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট গেট নির্মাণ করা হবে। পূর্ব-উত্তর দিকে ১৬৪ ফুট উচ্চতাবিশিষ্ট নতুন মিনার নির্মাণ এবং দক্ষিণ-পশ্চিম দিকের মিনার সংস্কার করা হবে। এছাড়া পূর্বদিকে তিনতলা বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম ভবন, পশ্চিমে ২০ ফুট এবং উত্তরে ৩৩ ফুট ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মহিলা নামাজ কক্ষ, টয়লেট ও অজুখানা সংস্কারসহ কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (ভিআরএফ) স্থাপন করা হবে।
মসজিদের ভেতরে ও বাইরের আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) সংযোজন এবং পূর্ব ও দক্ষিণ পার্কিং এলাকা সংস্কার করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মসজিদের বর্তমান ৩০ হাজার মুসল্লির নামাজের সুযোগ ৪০ হাজারে উন্নীত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ জানান, সরকারের আন্তরিক সহযোগিতায় এই প্রকল্পের কাজ নভেম্বর থেকে শুরু হবে এবং ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর পল্টনে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদ ১৯৬৩ সালে প্রথমবার নামাজের জন্য উন্মুক্ত হয়। বর্তমানে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। ১৯৭৫ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদের রক্ষণাবেক্ষণ করছে।
একই সঙ্গে মোগল আমলে নির্মিত চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণও ইসলামিক ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যেই আগ্রহী ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে জুরি বোর্ডের নির্বাচিত নকশা অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং আগামী মাসে কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।