আসন্ন অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সমর্থন জানিয়েছেন সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
আসগর লবি বলেন, “আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি পদে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল মূলত তামিমকে প্রার্থী হিসেবে আনবে। আমার ওপর কিছু চাপ ছিল প্রার্থী হওয়ার জন্য, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রার্থী হবো না। তামিম একজন খুব ভালো ছেলে এবং নামকরা ক্রিকেটার। সঠিকভাবে আমরা সমর্থন দিলে তিনি বোর্ডের সভাপতি হিসেবে ভালো কাজ করতে পারবেন।”
সাবেক এই সভাপতি আরও বলেন, “আজ সকালে সংবাদপত্রে দেখেছি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছেন। এতে রাজনীতি ঢুকেছে, যা উচিত নয়। বিসিবিতে আসার সময় আমি বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই একসাথে থাকলে তামিমও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক, এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা, অস্থায়ী সদস্য ও অন্যান্য সাংবাদিকরা।