সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে অধিনায়ক লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন। তবে হঠাৎ খেলা থমকে দেয় সিলেটে হানা দেওয়া বৃষ্টি। প্রায় ত্রিশ মিনিট বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হলে লিটন ব্যক্তিগত ফিফটির মাইলফলক ছুঁয়েছেন, যা তিনি মাত্র ২৭ বলেই পূর্ণ করেছেন।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮৯ রান।
আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করলেও বাংলাদেশ কোনো ম্যাচেই নেদারল্যান্ডসকে দুইশ রানের উপরে যেতে দেয়নি। তাই আজ আগে ব্যাটিং করে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পেয়েছে দল।
আজ ইনিংসের ওপেনার হিসেবে খেলেছেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেলেও ৮ বলে ১২ রানে আউট হন। অন্য প্রান্তে লিটন অধিনায়কের ব্যাটে দারুণ শুরু এনে দিয়েছেন। তবে ইনিংসের পঞ্চম ওভারের সময় হানা দেওয়া বৃষ্টির কারণে রান তোলার গতি কিছুটা কমে যায়।