সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া এলাকায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম বিজন কুমার দে (৬০)। বুধবার সকালে রাস্তার পাশে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজন কুমার দে স্থানীয় ভঞ্জন দে’র ছেলে ছিলেন। তিনি পাইথালী দূর্গামন্দির সমিতির সভাপতি এবং চিংড়ি পোনা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, খবর পেয়ে সকালে পুলিশ বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, বিজন কুমার দে এলাকায় অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি ছিলেন। তিনি বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও পাইথালী সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ছিলেন। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনায় দ্রুত ও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজন কুমার দে’র বড় ছেলে প্রণব দে জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বাজারে যান, কিন্তু ফিরে আসেননি। বুধবার সকালে মরদেহ উদ্ধার হওয়ার খবর পান। তিনি মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি করেন।
আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।