২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে জটিলতা দেখা দিয়েছে। তৃতীয় ধাপের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন। এছাড়া ৩৭৬টি কলেজে একজন শিক্ষার্থীও পছন্দক্রম দিচ্ছেননি, আর ১৬টি কলেজে কোনো আবেদনই হয়নি। এই ফলাফল বুধবার রাতে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর সারা দেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান—কলেজ ও আলিম মাদরাসাসহ—একাদশে কেন্দ্রীয়ভাবে ভর্তি নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে কোনো শিক্ষার্থী আবেদন করেননি।
প্রথম ধাপে, ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত, ফি পরিশোধসহ সফলভাবে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি পছন্দক্রম প্রদান করেন। দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করে ১ লাখ ৯৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী, যেখানে প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।
২৮ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হওয়ার সময় কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৮২৬ জন। এদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন ১ হাজার ৪১৮ জন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে চূড়ান্ত ভর্তি ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানিয়েছেন, শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবেন। লগইনের জন্য শিক্ষার্থীদের নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এছাড়া, ফলাফল শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।