Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরজামায়াত প্রার্থী মোবারক হোসাইন: এমপি হলে মোহাম্মদপুর-বছিলা সড়ক দখলমুক্ত ও সংস্কারের প্রতিশ্রুতি

জামায়াত প্রার্থী মোবারক হোসাইন: এমপি হলে মোহাম্মদপুর-বছিলা সড়ক দখলমুক্ত ও সংস্কারের প্রতিশ্রুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মোবারক হোসাইন জানিয়েছেন, ভবিষ্যতে জনগণ সুযোগ দিলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মোহাম্মদপুর-বিছিলা সড়ক দখলমুক্ত করে আধুনিক মানের সংস্কার করবেন।

তিনি বলেন, রাজধানীর লাখো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মোহাম্মদপুর-বছিলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে অসংখ্য গর্ত ও খানাখন্দ, পানি জমে কাদা, দুর্ঘটনার ঝুঁকি রয়েছে এবং প্রতিদিনের তীব্র যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সড়কটির বড় অংশ বর্তমানে ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানের দখলে রয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে থানা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোবারক হোসাইন আরও বলেন, “বর্তমান পতিত ও ফ্যাসিবাদী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

মানববন্ধনের অন্যান্য বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও কর্তৃপক্ষকে অবিলম্বে সড়ক সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি দেওয়া ও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল এই কর্মসূচির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান, মারুফ বিল্লাহসহ ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments