গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জঙ্গলের মধ্যে নীল রঙের পলিথিনে মোড়ানো একটি প্যাকেটকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন, প্যাকেটের ভিতরে একটি মানুষের লাশ রাখা আছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। জনসম্মুখে পলিথিন কেটে দেখার পর জানা যায়, ভেতরে রয়েছে একটি মৃত কুকুর।
স্থানীয়রা জানান, প্রথমে কয়েকজন কৃষক জঙ্গলের ভেতরে বড় আকৃতির প্যাকেট দেখতে পান এবং দূর থেকে দেখে এটিকে মানুষের লাশ মনে করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় জনসমাগম হয় এবং আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সব পরিষ্কার করলে মানুষ স্বস্তি পায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘কালিয়াকৈরে লাশ পাওয়া গেছে’ খবরটি ভাইরাল হয়, যা পরে হাস্যরস সৃষ্টি করে। স্থানীয়রা বলছেন, ভবিষ্যতে এমন ধরনের ঘটনা যেন অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না করে, এজন্য জনসচেতনতা জরুরি।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্যাকেট খোলার পর দেখা গেছে, এটি একটি মৃত কুকুর। আতঙ্কিত হওয়ার কিছু নেই; সম্ভবত কেউ মৃত প্রাণীটি ফেলে রেখেছিল।”