Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাকোয়াবের সব অভিযোগ এড়াতে হলে ক্রিকেট বোর্ডকে দায়িত্বশীল হতে হবে: তামিম ইকবাল

কোয়াবের সব অভিযোগ এড়াতে হলে ক্রিকেট বোর্ডকে দায়িত্বশীল হতে হবে: তামিম ইকবাল

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রতীক্ষিত কোয়াব নির্বাচন। বর্তমানে ভোট গণনার কাজ চলছে। ভোটের দিন নারী ক্রিকেটাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভোট দিতে উপস্থিত ছিলেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন তিনি।

তামিম জানান, “কোয়াবের ৯৫ শতাংশ কার্যক্রম চলমান ক্রিকেটারদের জন্য। পেমেন্ট বা সুবিধা সংক্রান্ত যেকোনো বিষয় মূলত বর্তমান খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কিত। তাই বর্তমান খেলোয়াড়দের মধ্য থেকে যারা এগিয়ে আসবে, তাদের বোঝা এবং অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সুযোগ-সুবিধা ও কষ্টের বিষয়ে তারা সবচেয়ে ভালোভাবে জানে।”

তিনি সাবেক খেলোয়াড়দের ভূমিকার গুরুত্বও উল্লেখ করে বলেন, “সাবেক খেলোয়াড়দের অবদানও সমান গুরুত্বপূর্ণ। তবে মোট কাজের ৯৫ শতাংশ দায়িত্ব বর্তমান খেলোয়াড়দের। তাদের মধ্য থেকেও যদি কেউ প্রেসিডেন্ট বা কমিটির সদস্য হয়, আমি সেটিকে সমর্থন করব।”

তামিম আশা প্রকাশ করেন, কোয়াব যেন এমনভাবে কাজ করে যাতে তাদের অভিযোগের প্রয়োজন না থাকে। তিনি বলেন, “যদি বোর্ড খেলোয়াড়দের দেখাশোনা করে, তাদের আর্থিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করে, তাহলে কোয়াবের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। যা খেলোয়াড়দের অধিকার, যা তাদের প্রাপ্য, তা নিশ্চিত হলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন সঠিকভাবে হওয়ায় কোয়াবের কোনো অভিযোগ থাকবে না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments