গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘরে লুকানো ৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মা ও শিশু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। অভিযানে তিনজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ধরা হয়েছে দেড় কোটি টাকা।
র্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়ির পূর্বদিকে থাকা টিনশেড মাটির গোয়ালঘরের ভেতর লুকানো মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির সঙ্গে জড়িত তিনজন চোরাকারবারি হলেন— কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), একই গ্রামের গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।
বিপ্লব কুমার গোস্বামী জানান, জব্দকৃত মূর্তি ও আটককৃতদের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।