Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষগাজীপুরে চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন, পুড়ল অর্ধশত দোকান

গাজীপুরে চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন, পুড়ল অর্ধশত দোকান


গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শাপলা ম্যানশন সংলগ্ন বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিকাণ্ডে মুরগির দোকান, আলু-পেঁয়াজ, মসলা ও মুদি দোকানসহ অন্তত ৫০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী আনিসুর রহমান জানান, উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুন শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments