শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের হতদরিদ্র জাকির হোসেন জীবিকা নির্বাহের জন্য গাভী বিক্রি করে কিস্তিতে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন। সেই ভ্যানই ছিল তার সংসারের একমাত্র আয়ের উৎস। কিন্তু বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্ণঝোড়া বাজারের মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। মসজিদের বাইরে রাখা প্রায় ৯৬ হাজার টাকার ভ্যানটি নামাজ শেষে আর খুঁজে পাননি তিনি।
স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যায় জাকির বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। মাগরিবের নামাজের সময় কর্ণঝোড়া জামে মসজিদে নামাজ পড়তে গেলে চোরের দল ভ্যানটি চুরি করে নিয়ে যায়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মসজিদ কমিটির সদস্য জিয়া জানান, নামাজ শেষে এসে জাকিরকে কান্নায় ভেঙে পড়তে দেখেন। পরে জানা যায়, ভ্যানের পেছনে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে দুর্বৃত্তরা ২০ হাজার টাকা দাবি করেছিল, তবে পরে আর যোগাযোগ করেনি।
জাকির হোসেন বলেন, “পরিবারের পাঁচ সদস্য নিয়ে অভাবের সংসার চালাচ্ছি। গাভী বিক্রির ৪০ হাজার টাকা দিয়ে এবং বাকি টাকা কিস্তিতে ৯৬ হাজার টাকায় ভ্যানটি কিনেছিলাম। এই ভ্যানের আয় দিয়েই সংসার চলত, কিস্তি শোধ করতাম। এখনো প্রায় ১০ হাজার টাকা কিস্তি বাকি আছে। ভ্যান চুরি হয়ে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন সংসার চালাবো কিভাবে জানি না।”
তিনি আরও জানান, নামাজের আগে দুইজন যাত্রীকে বাজারে নামিয়ে তাড়াহুড়ো করে মসজিদে যান। নামাজ শেষে এসে দেখেন ভ্যান আর নেই। অনেক খুঁজেও পাওয়া যায়নি।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, জাকির হোসেনকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।