নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে দীর্ঘ প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল। অনেকের ধারণা ছিল, তাই এবার নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টাইগাররা আগে ব্যাট করবে। কিন্তু প্রথম দুই ম্যাচে টস জিতেও আগে ফিল্ডিং নেয় লিটন দাসের দল। শেষ ম্যাচ শেষে এর কারণ ব্যাখ্যা করেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে বড় ব্যবধানে জেতা মানে হলো দলের উন্নতির ইঙ্গিত। প্রতিদিন সবার ব্যাট করার দরকার হয় না। কিছু ম্যাচে অনেকে সুযোগ পাবে, আবার কিছু ম্যাচে পাবে না—এটাই স্বাভাবিক। এশিয়া কাপ হোক বা অন্য যে কোনো টুর্নামেন্ট, সবসময় যে সবাইকে ব্যাট করতে হবে এমন নয়। তবে এটা ভালো যে শেষ ম্যাচে অনেকেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে।’
নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার প্রশ্নে লিটনের সোজাসাপটা জবাব, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই বড় এবং প্রতিটি দলকে সম্মান দিতে হয়। আমরা সব প্রতিপক্ষকে সম্মান দিয়ে খেলি এবং প্রতিদিন নিজেদের আরও উন্নত করার চেষ্টা করি।’
শেষ ম্যাচে নেদারল্যান্ডস টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। তবে বৃষ্টিতে খেলা বাধাগ্রস্ত হওয়ায় পুরো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। লিটন বলেন, ‘আবহাওয়ার ওপর কারও হাত নেই। যতটুকু খেলা হয়েছে তাতে যারা আগের দুই ম্যাচে ব্যাট করতে পারেনি, তারা সুযোগ পেয়েছে। অবশ্য বোলাররাও বল করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’