যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ২২০ কোটি ডলারের সরকারি অনুদান স্থগিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশকে অবৈধ ঘোষণা করেছে। মঙ্গলবার বিচারক অ্যালিসন বারোস রায় দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতেও এই ধরনের সরকারি অনুদান বন্ধ করতে পারবে না।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও অভিজাত প্রতিষ্ঠান। এখানে মার্কিন শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক তৃতীয়াংশের বেশি।
গত এপ্রিলে ট্রাম্প অভিযোগ করেন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে হার্ভার্ড যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ এবং অতি বামপন্থি রাজনৈতিক মতামত উসকে দিচ্ছে। এরপর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো মানতে ব্যর্থ হলে ট্রাম্প ২২০ কোটি ডলারের সরকারি অনুদান স্থগিত করেন।
হার্ভার্ড কর্তৃপক্ষ ফেডারেল আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষের রায় দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গারবার রায়ের পর বলেন, “এই রায় আমাদের অ্যাকাডেমিক স্বাধীনতা, বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চশিক্ষার নীতি রক্ষা করেছে।”
হোয়াইট হাউস এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন বলেন, “বিচারক একজন অ্যাক্টিভিস্ট এবং সাবেক প্রেসিডেন্ট ওবামার সময়ে নিয়োগপ্রাপ্ত। করদাতাদের অর্থ নিয়ে হার্ভার্ডের কোনো বিশেষ অধিকার নেই এবং ভবিষ্যতে সরকারি অনুদান প্রাপ্তি আমরা পর্যবেক্ষণ করব।”