ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে চারজন আইনজীবীর করা আবেদন আদালত নাকচ করেছেন।
আবেদনকারীরা হলেন— মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও মো. তপু।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন তিনটি মামলায় তারা আইনজীবী হওয়ার জন্য আবেদন করেন। তবে আসামি পলাতক থাকায় বিচারক মো. রবিউল আলম তাদের আবেদন বাতিল করেন। মামলার দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এদিন মামলায় ৬ জন সাক্ষী হাজির হন এবং বেলা সাড়ে ১১টা থেকে তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
গত ৩১ জুলাই আদালত এসব মামলায় অভিযোগ গঠন করেন। মামলাগুলোর মধ্যে প্রথমটিতে ১৭ জন, দ্বিতীয়টিতে ১৮ জন এবং তৃতীয়টিতে ১৮ জনকে আসামি করা হয়েছে। সব আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ের আজমিনা সিদ্দিকসহ অন্যান্য ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন, যদিও তারা অযোগ্য ছিলেন।