Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকধর্ষণের অভিযোগে ভারতীয় টিভি অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ভারতীয় টিভি অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুনে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে পুনে থেকে আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে আশিস কাপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুনে নর্থ পুলিশের কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগ দায়েরের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে পুলিশ তার গতিবিধি নজরদারিতে রেখেছিল। তিনি প্রথমে গোয়াতে লুকিয়ে ছিলেন, পরে পুনেতে ফিরে এলে পুলিশের হাতে ধরা পড়েন।

তবে এই মামলায় অভিযোগকারীর বয়ানে অসঙ্গতি আছে বলে জানিয়েছেন রাজা বান্থিয়া। প্রথমে ওই নারী জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। কিন্তু সাত দিন পর, ১৮ আগস্ট তিনি বয়ান পরিবর্তন করে বলেন, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ গণধর্ষণের মামলা রেকর্ড করলেও আশিসকে জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

আশিস কাপুর দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে আসছেন। তিনি ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ করে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ নাটকে নিখিল চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments