Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষনাটোরে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ পরিচয়ধারী আটক

নাটোরে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ পরিচয়ধারী আটক

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয় দিয়ে আতিকুল ইসলাম নামের এক বিকাশ কর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সালেহ আহমেদ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে অপহরণকারীদের অন্য সদস্যরা আতিকুলকে নিয়ে পালাতে সক্ষম হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় ঘটে। পরবর্তীতে একই দিন বিকেলে টাঙ্গাইলের কালিহাতী এলাকা থেকে আতিকুলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে আতিকুল বনপাড়া থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে পুলিশ পরিচয় দিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। সঙ্গে থাকা অপর বিকাশ কর্মী বিষয়টি জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দিয়ে বলে থানায় যাওয়ার জন্য।

অপহরণের পর ভুয়া পুলিশ পরিচয়ধারী সালেহ আহমেদ আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করেন। আটক সালেহ আহমেদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, অপহরণকারীরা দুপুরে আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে কালিহাতী থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments