Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরবিচারকের সামনে সাংবাদিক মারধরের শিকার, জামিন শুনানি স্থগিত

বিচারকের সামনে সাংবাদিক মারধরের শিকার, জামিন শুনানি স্থগিত

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানির সময় এক সাংবাদিককে আদালতে মারধরের শিকার হতে হয়েছে। বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে কয়েকজন আইনজীবী কিল, ঘুসি ও লাথি মেরে গুরুতর আহত করেন। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এই ঘটনা ঘটে। ঘটনার আগে গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রামে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিকরা আদালতে সংবাদ সংগ্রহ করতে গেলে, সিয়াম আইনজীবীদের বাধার সম্মুখীন হন। আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, “উনি বহিরাগত নন, একজন সাংবাদিক।” এ কথা বলার সঙ্গে সঙ্গে আইনজীবীরা তাকে লাফ দিয়ে কানের ওপর ঘুষি মারে এবং হাতে থাকা মাইক্রোফোনে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে তাকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর কিছুক্ষণেই কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করে।

সংশ্লিষ্ট প্রসিকিউশনের পক্ষ থেকে কাইয়ুম হোসেন নয়ন তাকে উদ্ধার করে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান। সিয়াম এই ঘটনার বিচার চান। এরপর আদালতে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আবেদন নাকচ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments