বিদেশি বিনিয়োগকারী ও কর্মীরা বাংলাদেশে কাজের অনুমোদন পেতে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় নিতে পারবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল ব্যবহার করে বিদেশি কর্মী বা বিনিয়োগকারী অনলাইনে আবেদন করতে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। এরপর অনলাইনে ছাড়পত্রের অনুমোদন দেওয়া হবে। চলতি সেপ্টেম্বরে এই নতুন প্রক্রিয়া কার্যকর হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। নতুন নিয়মে, নির্ধারিত নথিসহ আবেদন করার পরও নিরাপত্তা সংস্থা যদি ২১ কর্মদিবসের মধ্যে যাচাই শেষ না করে, তবে আবেদন স্বয়ংক্রিয়ভাবে ‘নিরাপত্তা আপত্তি নেই’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বাড়ানো হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ভিসা নবায়ন এবং ভিসা ফি প্রদানের প্রক্রিয়াও ডিজিটাল হবে। ফলে আর সশরীরে আবেদন করতে হবে না।
শীঘ্রই নতুন বিনিয়োগবান্ধব ভিসানীতি চালু হবে। ভিসা অন অ্যারাইভাল ফিও অনলাইনে পরিশোধের সুবিধা দেওয়া হবে। এছাড়া আন্তঃসংস্থাগত ইন্টার-অপারেবল তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করা হবে, যা তথ্য আদান-প্রদানের পাশাপাশি বিদেশিদের আগমন, অবস্থান পর্যবেক্ষণ ও সংস্থা সমন্বয় সহজ করবে।
আশিক চৌধুরী বলেন, সীমিত সময়ের মধ্যে কর্মানুমতি ও ভিসা সম্পর্কিত আরও সংস্কার কার্যকর করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের মতো সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা হবে, যাতে গুরুত্বপূর্ণ সেবায় কোনো অনিশ্চয়তা না থাকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ডিজিটালাইজেশন কার্যক্রমকে সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।