রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন চারজন আইনজীবী। তবে আদালত আইনের কারণে তাদের পক্ষে লড়ার অনুমতি দেয়নি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন। শুনানিতে তিনি বলেন, “আসামিকে আদালতে হাজির করতে হবে। আদালতে হাজির হলে তার পক্ষে আইনজীবী বক্তব্য রাখতে পারবে। হাজির না হলে আইনজীবী হিসেবে থাকার সুযোগ নেই।”
আইনজীবীদের মধ্যে ছিলেন মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও তপু। শাহীন বলেন, “আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে আবেদন করেছি, কিন্তু অনুমতি পাইনি। ট্রাইব্যুনালসহ অন্যান্য আদালতে লড়তে পারলে কেন দুদকের মামলায় পারব না, তা আমাদের জন্য প্রশ্নবিদ্ধ।”
মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা ও সাবেক রাজউক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ পরিবারের সদস্যরা।
সম্প্রতি সব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে বেশিরভাগ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলাগুলো বর্তমানে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন।