রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ-মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন কর্তৃক জুলাই-৩৬ হলে ছাত্রীদের প্রতি আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এই প্রতিবাদ জানান।
নেতারা বলেন, ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে প্রশাসন রাত ১১টার পর উপস্থিত ৯১ জন শিক্ষার্থীকে নোটিশ জারি করে। সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদলের শাহ-মখদুম হল শাখার সহ-সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ আখ্যায়িত করেন, যা শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থী বা হল নয়, দেশের নারী সমাজের জন্যও চরম অবমাননাকর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ছাত্রদলের নেতারা নিয়মিতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও শ্লাটশেমিং করে আসছে। উদাহরণস্বরূপ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম ঢাবি নারী শিক্ষার্থীদের ‘সেবাদাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য সচিব হিজাব পরিহিত নারীদের নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
ছাত্রশিবির নেতারা উল্লেখ করেন, নারীর প্রতি বিদ্বেষ ও শ্লীলতাহানির ঘটনা ছাত্রদলের নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে তারা নারীর মর্যাদা হরণ ও নানা রকম নির্যাতনে লিপ্ত। উদাহরণস্বরূপ, ২০০২ সালে বুয়েটের সাবেকুন্নাহার সনিকে হত্যা, ঢাবির শামসুন্নাহার ও রোকেয়া হলে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, এবং অভ্যুত্থান-পরবর্তী বছরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নেতারা দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ এসবের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এছাড়া ছাত্রদলকে নারীবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষার্থীবান্ধব ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।