২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার দাবি, সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট হয়েছে যে তারেক রহমান নির্দোষ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল আলোচিত মামলায় আপিল বিভাগের খালাসের রায়ের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শেখ হাসিনা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িয়েছিলেন। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হলো তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই তিনি খালাস পেয়েছেন।”
তিনি আরও বলেন, এই রায় প্রমাণ করেছে শেখ হাসিনা প্রকৃত অর্থে ওই ঘটনার বিচার চাননি। “যদি তিনি সত্যিই আইভী রহমান হত্যাসহ প্রকৃত অপরাধীদের বিচারের উদ্যোগ নিতেন, তাহলে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারেক রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি মহান আল্লাহর দরবারে এ রায়ের জন্য শুকরিয়া জ্ঞাপন করছে।”
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্ট যে নতুন তদন্তের নির্দেশনা দিয়েছিল তা বাদ দেন সর্বোচ্চ আদালত।
আদালত বলেন, নতুন তদন্ত হবে কি না, সেটি সরকারের সিদ্ধান্ত। এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।