Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeদেশের খবর৬০ মন্ত্রীর জন্য গাড়ি কেনার প্রস্তাবে সমালোচনা: ‘বন্ধুর প্রতি কেয়ারিং দেখাচ্ছে অর্থ...

৬০ মন্ত্রীর জন্য গাড়ি কেনার প্রস্তাবে সমালোচনা: ‘বন্ধুর প্রতি কেয়ারিং দেখাচ্ছে অর্থ উপদেষ্টা’

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ গাড়ি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিটি গাড়ির মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা, যার ফলে মোট ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন এই পদক্ষেপের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং আর কৃতজ্ঞ বন্ধুদের প্রতি, বন্ধু মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে নতুন গাড়িতে চড়তে পারেন, তার আগাম ব্যবস্থা নিশ্চিত করেছেন।”

তিনি আরও বলেছেন, “গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সরকারের দায়বোধ নেই। তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার পাজেরো গাড়ি কিনছে, অথচ শহীদ-আহতদের সঠিক তালিকা প্রকাশ বা তাদের বিচার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।”

তাজনুভা বলেন, “সরকার ছাত্রদের সব ব্যর্থতার দায় চাপাচ্ছে, অথচ গণঅভ্যুত্থানের কৃতিত্বের মাত্র এক ভাগই ছাত্রদের দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, প্রস্তাব অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্যও ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি কেনা হচ্ছে। সব মিলিয়ে সরকারের ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ক্যামরি ও ল্যান্সার গাড়ি কেনা হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এসব গাড়ি ব্যবহার করছেন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, “পরবর্তী সরকারের মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন বা কী গাড়ি কেনবেন, তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments