Thursday, September 4, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরনুডলস শ্বাসনালিতে আটকে ৭ মাসের ফাতেমার মৃত্যু

নুডলস শ্বাসনালিতে আটকে ৭ মাসের ফাতেমার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়া এলাকায় একসঙ্গে বেশি নুডলস খাওয়ার ফলে ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের শ্বাসনালিতে তা আটকে গিয়ে মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে। শিশুটি স্থানীয় জাহেদুল ইসলামের কন্যা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফাতেমাকে সাধারণত নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। শিশু নিজেও নুডলস পছন্দ করত। তবে ওই রাত ফাতেমা একসঙ্গে বেশি নুডলস খেয়ে ফেলায় তা শ্বাসনালিতে আটকে যায়, ফলে তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়।

শিশুর দাদি শাহীন আক্তার বলেন, “নুডলস আটকে যাওয়ার পর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।” আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের দিকে রাখতে হয় এবং পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে খাবার মুখ দিয়ে বের হয়। তবে ১০ মিনিটের মধ্যে খাবার বের না হলে শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু ঘটতে পারে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments