ভেনেজুয়েলায় যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর একটি ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এ জল্পনা আরও বেড়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রমে জড়িত সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে এ হামলা চালানো হতে পারে। মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর ঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যেগুলো ওই মাদকচক্রকে লক্ষ্য করে ব্যবহৃত হবে। এসব চক্রকে যুক্তরাষ্ট্র “মাদক-জঙ্গি” হিসেবে আখ্যা দিয়েছে।
এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্রকে আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
তবে মাদুরো আরও যোগ করেন, “আমি ট্রাম্পকে সম্মান করি। আমাদের মধ্যে এমন কোনো মতভেদ নেই যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় ও সংলাপে প্রস্তুত।”
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে না। তবে তারা দেশটির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি ইঙ্গিত দেন গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যেখানে মাদুরো পুনর্নির্বাচিত হলেও পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই নির্বাচনের বৈধতা স্বীকার করেনি।