১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে চলে যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে আবারও তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন ভক্ত-সিনেমাপ্রেমীরা।
তবে শুধু দর্শকরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে তৈরি একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন তিনি। কোলাজে সালমান শাহের তিনটি ছবি ব্যবহার করে তাতে লেখা ছিল— “স্মরণে অমর নায়ক সালমান শাহ”। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে শাকিব লিখেছেন, “যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।”
শাকিবের এ পোস্টে সালমান শাহ ও শাকিব— দুই তারকাকেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন, “প্রতিটি ভক্তের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন অমর নায়ক সালমান শাহ।”
উল্লেখ্য, সালমান শাহের মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করে। তার মৃত্যু ঘিরে এখনও রহস্য কাটেনি— কেউ মনে করেন তিনি আত্মহত্যা করেছেন, আবার অনেকের বিশ্বাস এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তবে তার স্টাইল আজও দর্শকের মনে অমলিন। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াময় হাসি— খুব অল্প সময়ে তারুণ্যদীপ্ত উপস্থিতি আর সরলতা সালমান শাহকে বানিয়েছে বাংলা সিনেমার অমর নায়ক।