Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাঅনূর্ধ্ব-১৭ ক্যাম্পে তানভীর হোসেন দ্বীপ: মুস্তাফিজের পথে নতুন স্বপ্ন

অনূর্ধ্ব-১৭ ক্যাম্পে তানভীর হোসেন দ্বীপ: মুস্তাফিজের পথে নতুন স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছেলে তানভীর হোসেন দ্বীপ। নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এই কিশোর ক্রিকেটার গত এক বছর আগে ক্রিকেট বল হাতে তুলে নেন। বাঁ-হাতি কাটার ও ইনসুইং দিয়ে এরই মধ্যে নজর কাড়তে শুরু করেছে সে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছে দ্বীপ। গত বছর যেখানে ২৯ জন খেলোয়াড় অংশ নিয়েছিল, এবার সেখানে দ্বীপসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। কেন তাকে নিয়ে এত আলোচনা—সেই প্রশ্নের উত্তর সহজ, জাতীয় দলের তারকা মুস্তাফিজুর রহমানের মতো কাটার-ইনসুইং আছে দ্বীপের হাতেও।

চাঁপাইনবাবগঞ্জের কোচ আলমগীর কবিরের চোখে প্রথম ধরা দেন দ্বীপ। পরে বিভাগীয় ক্যাম্পে ডাক পেলেও সেখানেই থেমে গিয়েছিল পথচলা। কিন্তু রাজশাহীতে বিসিবির ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফিতে প্রাক্তন তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্তদের নজর কাড়ে। বিশেষ করে হাসিবুল শান্ত মনে করেন, এমন একজন বাঁ-হাতি পেসার দীর্ঘদিন ধরেই খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট।

শান্ত জানান, দ্বীপের বল করার জায়গায় ধারাবাহিকতা আছে, কাটার খেলতে ব্যাটসম্যানদের কষ্ট হয়। তার বলে গতি আছে, ঢুকতি বলও ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে। তবে প্রতিভা থাকলেও দ্বীপকে নিয়ে বাড়তি চাপ না দেওয়ার পরামর্শ দেন তিনি।

নিজের গল্প বলতে গিয়ে দ্বীপ জানান, প্রথম সুযোগ পেয়েছিলেন স্থানীয় পিসিবি নামের একটি ক্লাবে। টেপ টেনিস খেলার সময় তার বোলিং দেখে এক বড় ভাই বলেছিলেন— নিয়মিত খেললে সামনে ভালো কিছু হবে। সেখান থেকেই শুরু। পরে জেলা অনূর্ধ্ব-১৪ ও ১৬ পর্যায়ে ডাক পান, তবে টিকতে পারেননি সব জায়গায়। আবারও সুযোগ আসে, আর সেখানেই প্রমাণ দেন নিজের সামর্থ্য।

মুস্তাফিজুর রহমানকে আদর্শ মেনে বড় হয়েছে দ্বীপ। ছোটবেলা থেকেই তার কাটার অনুকরণ করার চেষ্টা করত। সুযোগ পেলে সরাসরি মুস্তাফিজের কাছ থেকেই কাটার ও স্লোয়ার শেখার ইচ্ছা তার। এমনকি ফিজের জার্সি নম্বরের প্রতিও আগ্রহ ছিল তার, যদিও কোচ তাকে অন্য নম্বর দেন।

কোচ আলমগীর কবির বলেন, গ্রামের ছেলে দ্বীপ কিছুটা সময় নেয় বুঝতে, তবে যা বলা হয় তা করার চেষ্টা করে। তার বলের গতি এখন প্রায় ১২৫ কিলোমিটার, বয়স কম থাকায় উন্নতির অনেক সুযোগ রয়েছে।

অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হান্নান সরকারও দ্বীপের মধ্যে সম্ভাবনা দেখেছেন। তার বিশ্বাস, প্রতিকূলতা থেকেই জন্ম নেয় প্রতিভার আসল উজ্জ্বলতা। মুস্তাফিজ যেমন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্ব মাতিয়েছিলেন, তেমনি একদিন হয়তো চাঁপাইনবাবগঞ্জের বাসচালকের ছেলে তানভীর হোসেন দ্বীপ জাতীয় দলের হয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন রূপকথা রচনা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments