আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকলেও ফুটবলপ্রেমীদের জন্য দিনটি ব্যস্তভাবে কাটছে। আজ বাংলাদেশ জাতীয় দল দুইটি আলাদা মাঠে খেলার সুযোগ পাচ্ছে।
নেপালে জামাল ভূঁইয়ারা একটি প্রীতি ম্যাচ খেলবেন। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা ইনজুরির কারণে খেলতে পারবেন না। দুই দলই এই ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের অক্টোবরের প্রস্তুতির অংশ হিসেবে খেলছে।
অন্যদিকে, এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে বাংলাদেশের মোরসালিনরা ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবেন। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। এই ম্যাচে জয় অর্জন করতে না পারলে বাংলাদেশের অ-২৩ দল গ্রুপ পর্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। যদিও ড্র করলে রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়ে যায়, তবে ১১টি গ্রুপের মধ্যে সেরা চার রানার্সআপ হয়ে মূলপর্বে খেলা কঠিন হবে। ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের খেলার সম্ভাবনা রয়েছে।
ফলে আজ বাংলাদেশ সময় দুইটি ম্যাচে একসঙ্গে মাঠে নামছে বাংলাদেশের ফুটবল দল – একটিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ আর অন্যটিতে ইয়েমেনের বিপক্ষে টিকে থাকার লড়াই।