Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিঢাকা-১৮: ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ

ঢাকা-১৮: ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের জন্য ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণখান দেওয়ান বাড়ী মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে জয়নাল মার্কেট, রেল গেট, হাউজবিল্ডিং, উওরা-৬ নং সেক্টর, আজমপুর, উত্তরা পূর্ব থানা, কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে আবার দক্ষিণখান দেওয়ান বাড়ী মোড়ে এসে শেষ হয়।

পথসভায় আনোয়ার হোসেন বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকা-১৮ এলাকার প্রান্তিক মানুষদের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত, জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। স্থানীয় বেকারদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা হবে। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি ঢাকা-১৮ বাসীর জন্য সবসময় জনসেবার কাজ করবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করা আমার লক্ষ্য।”

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, উত্তরা পূর্ব থানার সভাপতি মুফতি নূরে আলম সিদ্দিকী, নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম আহবায়ক আবুল কালাম ভূঁইয়া, মাওলানা হারুন অর রশীদ, মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments