Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeবিনোদনদুই চেয়ারম্যানের শত্রুতার গল্পে নতুন রূপে ‘রূপনগর’, আনিকা কবির শখের মেগা ধারাবাহিক...

দুই চেয়ারম্যানের শত্রুতার গল্পে নতুন রূপে ‘রূপনগর’, আনিকা কবির শখের মেগা ধারাবাহিক শুরু

দীর্ঘ বিরতির পর নিয়মিত অভিনয়ে ফিরেছেন তারকা মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় একক নাটকে বেশি সময় দেওয়ার পর এবার তিনি বেছে নিয়েছেন মেগা ধারাবাহিক নাটক। আজ থেকে দীপ্ত টিভিতে শুরু হলো শখ অভিনীত মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’

নাটকের কাহিনি গড়ে উঠেছে ‘রূপনগর’ নামে একটি এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার বিভিন্ন ঘটনার উপর। রূপনগর মূলত দুটি ভিন্ন ইউনিয়নের মধ্যে বিভক্ত। দুই ইউনিয়নের চেয়ারম্যান একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তবে এখন তাদের মধ্যে তীব্র শত্রুতা বিরাজ করছে। তাদের দ্বন্দ্বের কারণে দুই পরিবারের সদস্য ও এলাকার সাধারণ মানুষও অজান্তেই শত্রুতার মধ্যে জড়িয়ে পড়ে। একজন চেয়ারম্যানের চরিত্র চোরাকারবারি, আর অন্যজন দখলবাজ। তবুও রূপনগরে কিছু রঙিন চরিত্র আছে, যারা সুখ-দুঃখ, আনন্দ-কষ্টে একে অপরের পাশে দাঁড়ায়।

শখ জানান, নাটকের গল্প ও চরিত্রগুলো পরিচিত জীবনের ভিন্ন দিক তুলে ধরেছে, তাই এই মেগা ধারাবাহিকে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নাটকটি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলবে।

‘রূপনগর’ নাটকে শখ ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ।

নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে। এছাড়া এটি দীপ্তের ডিজিটাল প্ল্যাটফর্মে ও দেখা যাবে বলে নির্মাতারা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments