রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সম্প্রতি বলেছিলেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তবে তাদের নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। তবে জাতীয় পার্টি এটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোস্তাফিজার রহমান মোস্তফার এই বক্তব্য তার ব্যক্তিগত মতামত মাত্র। এ ধরনের ঘোষণা দেওয়ার তার কোনো এখতিয়ার নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং প্রার্থী নির্ধারণ সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জাতীয় পার্টি নেয়নি। মোস্তাফিজার মন্তব্য সাধারণ মানুষ এবং বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই তাকে ভবিষ্যতে পার্টির নীতি-নির্ধারণী বিষয়ে মন্তব্য না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলের কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় মোস্তাফিজার রহমান বলেন, আওয়ামী লীগের কিছু সমর্থক যারা ক্লিন ইমেজের, মামলা-মোকদ্দমা বা সহিংসতার অভিযোগবিহীন, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন এবং যোগ্য মনে করা হয়, তবে তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেব। জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে যদি ভালো, শক্তিশালী এবং ক্লিন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তবে কেন তাকে মনোনয়ন দেওয়া হবে না?”
তিনি আরও জানান, ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য এলাকায় আওয়ামী লীগের সমর্থন বেশি। সেখানে ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদেরও মনোনয়ন দেওয়া হবে।