Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির উদ্বেগ ও নিন্দা

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির উদ্বেগ ও নিন্দা

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় বিভ্রান্তি ও হতাশার জন্ম দেবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। ভিন্নমত থাকতেই পারে, তবে শক্তি প্রয়োগ করে মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অংশগ্রহণ অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর, জোরজবরদস্তি, ভয়-ভীতি বা হামলার মাধ্যমে নয়। রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হিংসাত্মক আচরণ সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments