ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে একই প্যানেল থেকে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারও সরে দাঁড়ান।
শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আরিয়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন এবং একই পদের অন্য প্রার্থী ও নিজের বিভাগীয় বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।
ফেসবুক পোস্টে আরিয়ান লিখেছেন, গত পাঁচদিন ধরে অসুস্থ থাকার কারণে প্রচারণা চালাতে পারেননি তিনি। এতে তিনি অনেকটা পিছিয়ে গেছেন এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
আরিয়ান আরও জানান, তিনি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাজ করাই এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। রাজনীতির ভাঙাগড়ার দ্বন্দ্ব থেকে দূরে থেকে ক্লাব কার্যক্রমে মনোযোগ দিতে চান তিনি।
এছাড়া মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী হওয়ায় ক্লাস, পরীক্ষা ও গবেষণার চাপের কথাও উল্লেখ করেন আরিয়ান। তিনি বর্তমানে একটি কোম্পানিতে গবেষক হিসেবে কাজ করছেন এবং পাশাপাশি একটি ছোট স্টার্টআপ নিয়েও ব্যস্ত আছেন। সামনে কয়েকটি গবেষণা পেপারের ডেডলাইন থাকায় আরও দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি।
প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের নিয়ম না থাকলেও আরিয়ান ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি আমার বিভাগীয় বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”