জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান, যিনি মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত, সম্প্রতি একটি রহস্যময় পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, “সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো,” সঙ্গে ভালোবাসার ইমোজি যোগ করেছেন।
নেটিজেনরা মনে করছেন, তাশরীফ খান হয়তো বিয়ে করেছেন। তবে পোস্টের কমেন্ট বক্সে তিনি নিজেই জানিয়েছেন, “এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।”
তাশরীফ খান মাঝে-মধ্যেই বিয়ে নিয়ে ফানি পোস্ট করতেন, তাই তাঁর এই পোস্টও ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।