Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকসিডনিতে সার্ফিংয়ের সময় হাঙরের আক্রমণে প্রাণ গেল এক সার্ফারের

সিডনিতে সার্ফিংয়ের সময় হাঙরের আক্রমণে প্রাণ গেল এক সার্ফারের

অস্ট্রেলিয়ার সিডনির একটি জনপ্রিয় সৈকতে বন্ধুদের সঙ্গে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে প্রাণ হারালেন ৫৭ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি।

শনিবার (৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ান পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, একটি বড় আকারের হাঙরের আক্রমণে ওই সার্ফারের মৃত্যু হয়। এ ঘটনার পর সৈকতটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, উত্তর সিডনির লং রিফ ও ডি হোয়াই সৈকতের কাছাকাছি প্রশান্ত মহাসাগরে তিনি পাঁচ-ছয়জন বন্ধুর সঙ্গে সার্ফিং করছিলেন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপারিনটেনডেন্ট জন ডানকান সংবাদ সম্মেলনে বলেন, নিহত ব্যক্তি অভিজ্ঞ সার্ফার ছিলেন। হাঙরের আক্রমণে তার শরীরের একাধিক অঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, ‘সার্ফারদের কয়েকজন প্রথমে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত তীরে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তিনি প্রচুর রক্তক্ষরণে মারা যান, সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে সাধারণত সবচেয়ে বিপজ্জনক হাঙরের মধ্যে হোয়াইট শার্ক, বুল শার্ক ও টাইগার শার্ককে ধরা হয়।

২০২২ সালের পর সিডনিতে এটিই প্রথম প্রাণঘাতী হাঙর আক্রমণ। ওই বছর ৩৫ বছর বয়সী ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক সাইমন নেলিস্ট হাঙরের আক্রমণে নিহত হয়েছিলেন। তার আগে শহরটিতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৬৩ সালে।

অস্ট্রেলিয়াজুড়ে ১৭৯১ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ২৮০টিরও বেশি হাঙর আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments